Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুচন্দা ও রাফির হাতে ফজলুল হক স্মৃতি পুরস্কার


২৮ ডিসেম্বর ২০১৯ ১৪:২৮

চলচ্চিত্র ব্যক্তিত্ব ফজলুল হকের নামে প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ গ্রহণ করলেন চলচ্চিত্র পরিচালনায় বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা এবং চলচ্চিত্র সাংবাদিক রাফি হোসাইন। ২৭ ডিসেম্বর (শুক্রবার) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দু’জনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সুচন্দা বলেন ‘ফজলুল হক বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টিকারী একজন ব্যক্তিত্ব ছিলেন। এমন একজন মানুষের নামে প্রবর্তিত পুরস্কার পেয়ে আমি আনন্দিত।’

বিজ্ঞাপন

রাফি হোসাইন বললেন ‘ফজলুল হক প্রয়াত হলেও এই পুরস্কার তাকে বাঁচিয়ে রাখবেন যুগযুগান্তর। পুরস্কার পেয়ে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, বাচসাস-এর সাবেক সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছড়াকার আমীরুল ইসলাম, অভিনেতা আল মনসুর, চিত্রনায়ক ওমর সানী, মৌসুমী, চম্পা, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অনিমা রায় সহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনেরা।

উল্লেখ্য ষাটের দশকের শুরুতে ফজলুল হক দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ তৈরি করেছিলেন যা তৎকালীন সময়ে পুরস্কৃতও হয়েছিল। ‘প্রেসিডেন্ট’ ছবিতে শিশুনায়কের ভূমিকায় অভিনয় করেছিলে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ‘প্রেসিডেন্ট’ ছবিটি যখন নির্মিত হয় তখন ঢাকায় প্রযোজিত সিনেমার সংখ্যা মাত্র কয়েকটি। পরে তিনি ‘উত্তরণ’ নামে আরো একটি সিনেমা পরিচালনা করেন। এ সিনেমায় অভিনয় করেছিলেন আনোয়ারসহ অনেকে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’। ফজলুল হক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের বাবা।

বিজ্ঞাপন

চ্যানেল আই ফজলুল হক স্মৃতি পুরস্কার ফরিদুর রেজা সাগর রাফি হোসাইন সুচন্দা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর