Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরানির ছবিতে বিরতি ভাঙবেন শাহরুখ


২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:০৬

বিশ্বব্যাপী শাহরুখ খানের লাখ-কোটি ভক্তরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন তার পরবর্তী ছবির ঘোষণা কবে আসবে। সবশেষ রিলিজ ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পরার পর থেকে তাদের অপেক্ষার শুরু। বাজারে গুঞ্জন রয়েছে অনেক পরিচালককে নিয়ে। কেউ বলছেন রাজকুমার হিরানী, কেউবা রাজ নিদিমুরু ও কৃষ্ণ ডিকে অথবা দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিবর্তী ছবিতে তাকে দেখা যাবে।

তবে বলিউড হাঙ্গামা, ইন্ডিয়া টুডেসহ ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, শাহরুখের পরবর্তী ছবি হচ্ছে বলিউডের হিট মাস্টার হিসেবে খ্যাত রাজকুমার হিরানির সঙ্গে। ইতোমধ্যে শাহরুখের সাথে হিরানির বৈঠক হয়েছে। বেশ বড় আকারে ছবিটির কাজ শুরু হবে আগামী বছরের এপ্রিল বা মে মাসে। প্রোডাকশন টিম চাচ্ছে ২০২১ সালে ছবিটি মুক্তি দিতে। ছবিটির গল্প কিংবা শাহরুখের সাথে কারা কাজ করবে তা নিয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

বিজ্ঞাপন

নভেম্বরে জন্মদিনের দিন শাহরুখ অবশ্য বলেছিলেন তার পরবর্তী ছবি মুক্তি পাবে ২০২০ সালে।

নিজে অভিনয় না করলেও শাহরুখ অবশ্য বসে নেই। তিনি প্রযোজনা করেছেন ‘বাদলা’। অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ছবিটি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। ইমরান হাশমিকে নিয়ে নেটফ্লিক্সের ‘বার্ড অব ব্ল্যাড’ও বেশ আলোচিত। সামনে আসছে ‘ক্লাশ অব ৮৩’ ও ‘বেতাল’।

জিরো বলিউড রাজকুমার হিরানি শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর