Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় পেলেন অমিত হাসান, ওমর সানী ও পপি


৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, সংগীতশিল্পী, সাংবাদিকসহ এই সেক্টরের অন্যান্যদের ক্লাব-ফিল্ম ক্লাব। ক্লাবটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। বিএফডিসিতে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিসে নির্বাচনের ভোট গ্রহণ হয় দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক অমিত হাসান। তিনি ভোট পেয়েছেন ২৪২ টি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অমিত হাসান বলেন, ‘এর আগে পাঁচ পাঁচবার ক্লাবের বিভিন্ন পদে নির্বাচিত হয়েছিলাম। এবার সভাপতি হলাম। ক্লাবের সদস্যের ভালোবাসায় আমি আপ্লুত।’

বিজ্ঞাপন

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা পপি। তিনি ছাড়াও নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।

এবারের নির্বাচনের ভোটার ছিলেন ৫১১ জন। এরমধ্যে ৩৯৪জন ভোট দেন।

অমিত হাসান ওমর সানী পপি ফিল্ম ক্লাব নির্বাচন

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর