Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাইকো’ মধ্য জানুয়ারি থেকে


৩১ ডিসেম্বর ২০১৯ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রযোজনা সংস্থা সেলেব্রিটি প্রোডাকশনের প্রথম নির্মাণ ‘মেকআপ’। এটি মুক্তির আগেই তাদের দ্বিতীয় ছবি ‘সাইকো’র শুটিং শুরু হতে যাচ্ছে। অনন্য মামুন পরিচালিত ছবিটির শুটিং শুরু হবে আসছে ১০ জানুয়ারি থেকে।

মামুন সারাবাংলাকে বলেন, ‘আমরা ১০ জানুয়ারি থেকে ঢাকাতে শুটিং শুরু করবো। তবে ঢাকার ঠিক কোন জায়গায় আমাদের শুটিং হবে তা ঠিক করতে পারিনি। স্ক্রিপ্ট ব্রেক ডাউন শেষ হলে বলতে পারবো।’
পেরিচালক জানিয়েছেন বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হবে নেপাল ও থাইল্যান্ডে।

‘সাইকো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রোশান ও পূজা চেরী। ছবিতে রোশানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।  রোশানকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যে কিনা কিছুটা সাইকো।

বিজ্ঞাপন

ছবির গল্প একজন এসিড আক্রান্ত নারীর, যে কিনা একজন পাইলট হতে চেয়েছিলো। আর এই চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে।

পূজা-রোশান জুটি সম্প্রতি একসাথে অভিনয় করেছেন ‘জ্বিন’-এ। নাদের চৌধুরী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

অনন্য মামুন পূজা চেরী রোশান সাইকো সেলেব্রিটি প্রোডাকশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর