ভিন্ন গল্পের ‘বিষ-শ্বাস’
১ জানুয়ারি ২০২০ ১৫:৪১
১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের যে ছক তৈরি করা হয়েছিল, হুবহু সেই ছকে না হলেও স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে এখনও আদর্শিক মতভেদের কারণে প্রগতিশীল লেখক, শিল্পী, সাংবাদিক কিংবা সংস্কৃতি কর্মীরা বিশেষ একটি গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আছেন। এমন একটি প্রেক্ষিতের ওপর নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বিষ-শ্বাস’।
ছবিটি পরিচালনা করেছেন খান জেহাদ। পাশাপাশি চিত্রনাট্যও তার। সম্প্রতি ‘বিষ-শ্বাস’ এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী শেষে চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক, জনপ্রিয় অভিনয় শিল্পী শম্পা রেজা, মনির খান শিমুল, চলচ্চিত্রের সিনিয়র ক্যামেরাম্যান তপন আহমেদ, আলোকচিত্রশিল্পী ইফতেখার ওয়াহিদ ইফতিসহ আরো অনেক শিল্পী, নির্মাতা ছবিটি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
‘বিষ-শ্বাস’-এর দৃশ্যধারণ করেছেন বিদ্রোহী দিপন এবং সম্পাদনা, রঙ বিন্যাস ও শব্দ সংযোজনের কাজ করেছেন সাইফ রাসেল। অভিনয় করেছেন কাজী রাজু এবং আইরিন তানি।
আইরিন তানি কাজী রাজু খান জেহাদ নুরুল আলম আতিক বিষ-শ্বাস শম্পা রেজা স্বল্প দৈর্ঘ্য