Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীনা গুপ্তার ‘দ্য লাস্ট কালার’ অস্কারে মনোনীত


১ জানুয়ারি ২০২০ ২০:০৬

নীনা গুপ্তা অভিনীত বিকাশ খান্নার ছবি  ‘দ্য লাস্ট কালার’ ২০১৯ সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে। সেরা ফিচার ফিল্ম বিভাগে একাডেমি অ্যাওয়ার্ডেসর জন্য ছবিটিকে এই মনোনয়ন দেওয়া হয়।

বুধবার (১ জানুয়ারি) দ্য হিন্দুস্থান টাইমস এ খবর জানায়।

মার্কিন-ভারতীয় বংশোদ্ভূত ছবিটির পরিচালক বিকাশ এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলছেন। অপরদিকে নিনা গুপ্তা জানিয়েছেন, তিনি খুবই খুশি!

নিজের টুইটার অ্যাকাউন্টে বিকাশ খান্না অস্কার মনোনয়নের ছবি প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আমি জানি না এরপর কী হতে পারে। কিন্তু অস্কার ‘২০১৯ বেস্ট ফিচার ফিল্ম’ তালিকায় থাকার মুহূর্তটি সব।

বিকাশ খান্নার টুইট শেয়ার করেছেন নিনা গুপ্তা। তিনি খুবই খুশি বলে মন্তব্য করেন।

বারনসির এক বিধবা নারীকে ঘিরে আবর্তিত হয়েছে ‘দ্য লাস্ট কালার’ ছবির চিত্রনাট্য। যে কি না সমাজের প্রচলিত ভুল ধারণা বা ‘ট্যাবু’কে দূরে সরিয়ে নিজের জীবনকে রাঙাতে চায়। মূল চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা।

দ্য লাস্ট কালার ভারতে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়নি। তবে মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে ও ৩০তম পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। ছবিটি ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে ও সমালোচকদের দৃষ্টি কাড়ে।

প্রসঙ্গত, এ বছরের ৯ ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার হলে বসবে অস্কারের ৯২তম আসর।

৯২তম অস্কার আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস নীনা গুপ্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর