Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের শুরুতেই আসিফের ‘লাল টিপ’


২ জানুয়ারি ২০২০ ১৪:১০

নতুন বছরের ঠিক শুরুর মুহুর্তে অনলাইনে এসেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের মিউজিক ভিডিও ‘লাল টিপ’। থার্টি ফাস্টের রাত ১২টা ১০ মিনিটে এটি প্রকাশিত হয়েছে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

‘লাল টিপ’-এ মডেল হয়েছে আসিফ আকবর নিজেই। নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

গানটি নিয়ে আসিফ বলেন, ‘বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। যেখানে অর্থনীতির ব্যাপার সেখানে আঁতলামী চলেনা, তবুও চেষ্টা করেছি সুন্দর কথা সুরের গান করতে। যে গান শ্রোতার নিবে সেই গানই ভলো গান মনে করি । লাল টিপ সেই রকম একটি গান হয়েছে মনে করি।’

‘লালটিপ’র কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর করেছেন প্রীতম ও সংগীত করেছেন জে কে মজলিশ।

আসিফ আকবর জে কে মজলিশ মাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট লাল টিপ শ্রী প্রীতম সুদীপ কুমার দীপ সৌমিত্র ঘোষ ইমন হাবিব রহমান