Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরছে সালমান-কবির জুটি


৩ জানুয়ারি ২০২০ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবির খান ও সালমান খান জুটি একসময় ‘এক থা টাইগার’ ও ‘ভজরঙ্গি ভাইজান’র মত ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। মাঝে দিয়ে ‘টিউবলাইট’ ফ্লপ হবার পর তাদের দুজনের সম্পর্কের কিছুটা অবনতি হয়। যদিও তাদের দুজনকে ‘দাবাং ৩’র প্রিমিয়ার শো ও অর্পিতা খানের জন্মদিনের পার্টিতে একসাথে দেখা গিয়েছিলো।

তবে বরফ গলতে শুরু করেছে। বলিউড হাঙ্গামা বলছে চার বছর তাদের দুজন আবার একসাথে ছবি করতে যাচ্ছেন। কবির খান সম্প্রতি তার ’৮৩ ছবির শুটিংয়ের এক ফাঁকে দেখা করেন সালমানের সাথে।

কবিরের শুনানো কাহিনি সংক্ষেপ পছন্দ করেছেন সালমান। ছবিটি বর্তমানে চিত্রনাট্য পর্যায়ে রয়েছে। তবে কবির খান তার বর্তমান ছবি ’৮৩ শুটিং শেষ হবার পর আনুষ্ঠানিক ঘোষণায় যাবেন।

বিজ্ঞাপন

সালমান খান আপাতত ব্যস্ত আছেন ঈদের ছবি ‘রাধে’ নিয়ে। এটি পরিচালনা করছেন প্রভুদেবা। এ জুটির সবশেষ ‘দাবাং ৩’ বক্স অফিসে কোনরকমে ১৫০ কোটির ঘর পার করছে।

৮৩ এক থা টাইগার কবির খান দাবাং ৩ ভজরঙ্গি ভাইজান রাধে সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর