পুলিশ সপ্তাহের ম্যাগাজিন ‘মিলেছি মেলবন্ধনে’
৪ জানুয়ারি ২০২০ ১৩:৫২
অপরাধ দমন করে মানুষের জীবন, সম্মান ও সম্পত্তির নিরাপত্তার বিধান করার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গণেও ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ। বরাবরের মতো পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে এবারও থাকছে পুলিশের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।
শনিবার (০৪ জানুয়ারি) রাত ৮ টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পরিবেশিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে যারা পারফর্ম করেছেন তারা সবাই পুলিশ সদস্য। আরো থাকছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)’র শুভেচ্ছা বক্তব্য, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ওপর প্রতিবেদন, নাট্যকার মান্নান হীরার চিত্রনাট্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আলোকে নির্মিত একটি নাটিকাসহ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা এবং ইফতেখায়রুল ইসলাম পিপিএম। এস এ হক অলিক এর নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছুদ-এ হাসান।