Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির বলেই সম্ভব!


৫ জানুয়ারি ২০২০ ১৯:২১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ২০:০৮

শুটিং চলমান ‘লাল সিং চাড্ডা’র জন্য আমির খানকে প্রতিদিন ১২-১৩ কিলোমিটার দৌড়াতে হচ্ছে। আর এর জন্য কোন কিছুই তাকে দমাতে পারছে না। পায়ে ব্যাথা, পা ফুলে যাওয়া। শট দেওয়া শেষ ব্যাথা লাগছে, পেইন কিলার ট্যাবলেটের দারস্থ হচ্ছেন ৫৪ বছর বয়সী এ অভিনেতা। এটা শুধু আমির খান বলেই হয়তো সম্ভব হয়েছে। হবে না কেনো বলিউডের একমাত্র ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ বলে কথা।

‘লাল সিং চাড্ডা’তে আমিরকে পুরো দেশে একটা মিশন নিয়ে দৌড়াতে দেখা যাবে। আর খুব টাইট শিডিউলের মধ্য দিয়ে টানা ১০ দিনে এ শুটিং করা হয়েছে।

বিজ্ঞাপন

শুধু ব্যাথানাশক খেয়ে দৌড়ানো না, আমির খান ২০ কেজির মত ওজনও বাড়িয়েছেন ‘লাল সিং চাড্ডা’র জন্য। টম হাঙ্কস অভিনীত হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’র অফিশিয়াল রিমেক এটি। ছবিতে আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর।

আমির খান কারিনা কাপুর লাল সিং চাড্ডা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর