Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনাদিত্যের’ এক ভিলেন-টু


৬ জানুয়ারি ২০২০ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের নামজাদা পরিচালক মুহিত সুরির এক ভিলেন-এর সিক্যুয়াল এক ভিলেন-টু’তে দেখা যাবে জন আব্রাহাম ও আদিত্য রায় কাপুরকে। ভুশন কুমার ও একতা কাপুরের প্রযোজনায় এক ভিলেন-টু সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিপত্রে সাইন করে ফেলেছেন এই দুই তারকা। খবর বলিউড হাঙ্গামা।

জন এবং আদিত্যকে সাইন করানোর ফলে ছবির কাস্টিং অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তবে ছবির জন্য এখনও কোনো অভিনেত্রীকে চূড়ান্ত করা যায়নি। তবে জানা গেছে, বলিউডের হাইপ্রোফাইল কোনো অভিনেত্রীকেই নেওয়া হবে ছবিতে।

নির্মাতারা ইতিমধ্যে ছবির গানের অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন। এক ভিলেন-টু ২০২০ সালের শেষ নাগাদ মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ কাজ চলছে।

বিজ্ঞাপন

ছবিটিকে ২০১৪ সালের অ্যাকশন থ্রিলারধর্মী ‘এক ভিলেন’-এর সিক্যুয়াল হিসেবে দেখা হলেও এক ভিলেন-টুয়ের গল্প সম্পুর্ন স্বতন্ত্র।

এক ভিলেন এক ভিলেন-২