Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমনের ছবি রহস্য!


৬ জানুয়ারি ২০২০ ১৯:০৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামনুন হাসান ইমন এ মুহুর্তে ভারতের কলকাতায় অবস্থান করছেন। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ছবি আপলোড করেন। যাতে তার সাথে দেখা গেছে কলকাতার বনেদি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা ও তার ছেলে হিমাংশু ধানুকাকে। তাহলে ইমন কি কলকাতার কোন ছবিতে অভিনয় করছেন?

রহস্য উদঘাটনে ইমনের সাথে যোগাযোগ করা হয়। ফেসবুক মেসেঞ্জারে তিনি বলেন, ‘এটা আপাতত রহস্য থাক। দেশে ফিরে সব বলছি।’

তবে রহস্যের কিছুটা খোলস খুললেন অশোক ধানুকা। তিনি ভারত থেকে ফোনে সারাবাংলাকে বলেন, ইমন আমার পূর্ব পরিচিত। ওকে আমি খুব আদর করি। সে বাংলাদেশে ‘আকবর’ নামে একটা ছবি করছে। ওটারই কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে এসেছে। এর বেশি কিছু না।

বিজ্ঞাপন

ধানুকা বেশ জোর দিয়েই বললেন, ‘আপাতত বাংলাদেশে কোন ছবি প্রযোজনা করছি না আমরা। তাই ইমনকে নিয়েও হওয়ার সম্ভাবনা নেই।’

এদিকে ইমনের ঘনিষ্ঠ একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, তিনি মূলত ‘আকবর’ ছবির লুক ঠিক করার জন্য এসকে মুভিজের অফিসে গিয়েছেন। ৮ জানুয়ারি তার দেশে ফেরার কথা।

‘আকবর’ পরিচালনা করবেন সৈকত নাসির। ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করবেন ববি।

অশোক ধানুকা আকবর ইমন এসকে মুভিজ ববি সৈকত নাসির হিমাংশু ধানুকা