Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাই ৭০০!


৭ জানুয়ারি ২০২০ ১২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা সময় গেছে যখন পরপর ১৪টি ছবি ফ্লপ করেছিলো তার। লাগাতার ফ্লপ হতে হতে নিজের ক্যারিয়ার নিয়েই সন্দিহান হয়ে পড়েছিলেন তিনি। ভেবেছিলেন অন্য দেশে চলে যাবার কথা। নিয়েছিলেন কানাডার নাগরিকত্বও।
হ্যাঁ। বলা হচ্ছে বলিউডের অন্যতম মেগাস্টার অক্ষয় কুমারের কথা। ক্যারিয়ারে এমই খারাপ অবস্থা গিয়েছিলো তার।

সেই অক্ষয় কুমারই এখন বলিউডের সবচেয়ে বড় হিট মাস্টার। একের পর এক ছবি হিট হচ্ছে তার। সর্বশেষ সদ্য শেষ হওয়া ২০১৯ সালে তার চারটি ছবি মুক্তি পায় এবং চারটিই হিট করে। আর এক বছরে চার চারটি হিট ছবি অক্ষয়কে নতুন এক রেকর্ডের অধিকারি করেছে। অক্ষয় কুমার-ই বলিউডের প্রথম তারকা এক বছরে যার ছবিগুলো ৭০০ কোটি রুপির বেশি (৭৩৯ কোটি রুপি) ব্যবসা করেছে।

বিজ্ঞাপন

২০১৯ সালে অক্ষয়ের মুক্তি পাওয়া চারটি ছবি হচ্ছে কেসারি, মিশন মঙ্গল, হাউজফুল ফোর এবং গুড নিউজ। এরমধ্যে কেসরি আয় করে ১৫৫ কোটি, মিশন মঙ্গলের আয় ২০১ কোটি, হাউজফুল ফোর ১৯৫ কোটি এবং গুড নিউজের আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি রুপি। এই চার ছবি অক্ষয়কে বছরের সেরা ব্যবসা সফল নায়কে পরিণত করেছে।

অক্ষয়ের পরে আছেন রনবীর সিং। ২০১৯ সালে তার ছবির আয় (দুই ছবি) ৫৪২ কোটি রুপি। সমান দুই ছবিতে ৫৩০ কোটি রুপি আয় নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছেন ভাইজান সালমান খান। চতুর্থ অবস্থানে আছেন দক্ষিনী তারকা প্রভাস। ২০১৯ এ মুক্তি পাওয়া তার একমাত্র ছবির আয় ৫১০ কোটি রুপি। ঋত্বিকের দুটি ছবি মুক্তি পেয়েছে গেলো বছর। তার দুই ছবির আয় ৪৬৪ কোটি রুপি। তিনি আছেন পঞ্চম স্থানে।

অক্ষয় কুমার ঋত্বিক রোশন প্রভাস বলিউড রনবীর সিং সালমান খান

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর