Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ যুগে এবিসি রেডিও


৭ জানুয়ারি ২০২০ ১৪:৩৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৬:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের জনপ্রিয় এফএম রেডিও স্টেশন এবিসি পার করেছে পথচলার ১১ বছর। বিনোদনে নতুন মাত্রা নিয়ে আসা এই রেডিও স্টেশনটি মঙ্গলবার (৭ জানুয়ারি) উদযাপন করছে তাদের ১২তম জন্মদিন।

‘ইলেভেন ইয়ার্স নট আউট, টাইম টু হিট টুয়েন্টি টুয়েন্টি আপ অ্যান্ড অ্যাবাউট’, এই শ্লোগানে নতুন বছর শুরু করতে যাচ্ছে এবিসি রেডিও। ২০২০ জুড়ে বিনোদনের চার ছক্কায় শ্রোতাদের মাতিয়ে রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে বিপিএল, ধারাবিবরণীতে সবার আগে ছিল এবিসি। এছাড়া অসাধারণ সব অনুষ্ঠান নিয়ে চিত্রনায়িকা মৌসুমী, আর্টসেল ভোকাল লিংকন, রাফার মতো তারকাদের ভিড় থাকে এবিসিতে।

বিজ্ঞাপন

আজ জন্মদিনের অনুষ্ঠানেও এবিসির সঙ্গে যুক্ত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। উপস্থিত থাকবে শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বরা।

এই আয়োজনের মাধ্যমে সব শ্রেণির শ্রোতাদের অভিনন্দন জানিয়েছেন এবিসি রেডিও’র অনুষ্ঠান প্রধান গাজী শারমিন আহমেদ ও হেড অফ অপারেশন এহসানুল হক টিটো।

এবিসি রেডিও প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর