Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল


৭ জানুয়ারি ২০২০ ১৬:৫২

প্রথমবারের মতো পাহাড় বিষয়ক চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে ঢাকায়। ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’ নামের উৎসবের আয়োজক পাহাড়-পর্বত বিষয়ক প্ল্যাটফর্ম অদ্রি। আসছে ১০ জানুয়ারি ঢাকার নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে হবে দিনব্যাপী এই উৎসব। উৎসবে পর্বতকে উপজীব্য করে নির্মিত ৮টি ছবি দেখানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্রের পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে শরীর চর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্যচিত্র দেখানোর ব্যবস্থাও থাকবে। ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে উৎসবের সবগুলো ছবি দেখা যাবে।

বিজ্ঞাপন

মানুষকে পাহাড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে আদ্রি নামের সংগঠনটির আত্মপ্রকাশ। সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’ আয়োজন করেছে তারা।

আদ্রি ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর