Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশ করলেন কারিনা


৮ জানুয়ারি ২০২০ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিনা কাপুরকে বলা হয় বলিউডের গসিপ গার্ল। বলিউড তারকাদের তাবৎ গোপন খবর জানেন কারিনা। এবং তা নিয়ে বেশ চর্চাও করেন তিনি। ফলে বলিউডে কার সাথে কার প্রেম চলছে কিংবা কোন জুটির প্রেম আর টিকছে না সেই খবর জানতে অনেকেই কারিনার দ্বারস্থ হন।

সম্প্রতি একটি টেলিভিশন এমনই এক বিষয় জানতে শরনাপন্ন হয় কারিনা কাপুরের। বিষয় আর কিছুই না বলিউডের বহুল আলোচিত ‘সারাহ-কার্তিক’-এর প্রেমের বিষয়ই ছিল তাদের জিজ্ঞাস্য। সাইফ আলী কন্যা সারা আলী খান কারিনা কাপুরের সৎ মেয়ে।

তাতে সমস্যা নেই। কারিনা আর সারাহ-র মাঝে বেশ ভালো সম্পর্ক আছে, এমনটাই শোনা যায়। কারিনা নাকি তার সৎ মেয়ের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখে চলেন। তাদের দুজনকে একসাথে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বহুবার একান্তে সময় কাটাতে দেখা গেছে। আন্তরিক ভঙ্গিতে ছবিও তুলেছেন বহুবার।

বিজ্ঞাপন

ফলে সারাহ-কার্তিক প্রেম করছেন কিনা সেই প্রশ্ন কারিনাকে করাই যায়। কারণ একেতো বলিউডের তাবৎ খবর থাকে তার কাছে তারওপরে সারাহ তার সৎ কন্যা। কিন্তু এই দফা হতাশ করলেন কারিনা। জানালেন, দুজনের ডেটিংয়ের ব্যাপারে কিছুই জানেন না তিনি। কারণ প্রেমের বিষয়ে কার্তিক কিংবা সারাহ কেউই কিছু বলেনি তাকে।

কারিনা নাকি কিছুদিন আগে কার্তিককে জিজ্ঞেস করেছিলেন, সে কারো সাথে ডেটিং করছেন কিনা? জবাবে কার্তিক জানিয়েছে, সে তার কাজের সাথে ডেটিং করছে।

কারিনা কাপুর কার্তিক আরিয়ান সাইফ আলী খান সারাহ আলী খান

বিজ্ঞাপন

যখন গিটার বাজে, হৃদয়ও কাঁপে
১৩ জুলাই ২০২৫ ১৩:৪৫

আরো

সম্পর্কিত খবর