প্রভুদেবা পরিচালিত ‘রাধে’ দিয়ে এ বছরের ঈদ বুকিং করে রেখেছেন ‘ভাইজান’ সালমান খান। তার সাথে বক্স অফিসে একই দিনে ফাইট করবে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম’। শুধু এ বছর না বিগত কয়েক বছর ধরে ঈদ বুকিং করে রাখেন সালমান। সে ধারাবাহিকতায় ২০২১ সালের ঈদও বুকিংয়ের ঘোষণা দিলেন।
শুক্রবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্টে নতুন ছবি ‘কাবি ঈদ কাবি দিওয়ালি’র ঘোষণা দেন। এটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।
‘দাবাং ৩’র মুক্তির রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ঘোষণাটি আসলো। টুইটারে ঘোষণাটি আসার পর থেকে তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা। তাদের প্রত্যাশা আরেকটি ‘এন্টারটেইনমেন্ট’-এ ভরপুর ছবি পাবেন। একই সাথে বক্স অফিসেও ‘ট্রেডমার্ক’ হয়ে থাকবে।
‘কাবি ঈদ কাবি দিওয়ালি’ প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওলা ও ফরহাদ সামজি। পরিচালনা করবেন ফরহাদ সামজি।
ছবিটি সম্পর্কে এখন পর্যন্ত খুব বেশি কিছু জানা যায়নি। কিন্তু সাজিদ ও ফরহাদ যেহেতু এর সাথে যুক্ত তাই ধরা যায় এটিতে বেশ ভালো ‘হাস্যরস’র উপস্থিতি থাকবে।