Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপিলের ছবিতে ক্যামিও দীপিকা, এসেছে লোগো


১১ জানুয়ারি ২০২০ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলা হচ্ছে ছবিটি হতে যাচ্ছে ভারতের সর্বকালের সবচেয়ে বড় স্পোর্টস ফিল্ম। ছবির নাম ‘এইটটি থ্রি’। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতের ক্রিকেট অধিনায়ক কপিল দেবের বায়োপিক হতে যাচ্ছে ছবিটি। ছবিতে ক্যাপ্টেন কপিল দেব-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

অবশেষে ‘এইটটি থ্রি’ ছবির লোগো প্রকাশ্যে এসেছে। রণবীর সিং তার ইন্সটাগ্রামে লোগো শেয়ার করে লিখেছেন, ‘এটি আসছে। ফিল্ম ৮৩।’

১৯৮৩ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। ফাইনালে সেই সময়কার দোর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে হারায় কপিল দেবের ভারত।

ছবিতে সুনীল গাভাস্কার চরিত্রে অভিনয় করছেন তাহিররাজ ভাসিন, মহিন্দর অমরনাথ চরিত্রে সাকিব সালিম, সন্দীপ পাতিলের চরিত্রে চিরাগ পাতিল।

বিজ্ঞাপন

আর ছবিতে বড় চমক হিসেবে থাকছে দীপিকা পাডুকোনের উপস্থিতি। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অতিথি উপস্থিতি থাকবে দীপিকার।

আসছে েএপ্রিলের ১০ তারিখ মুক্তি পাবে মেগা স্পোর্টস মুভি ‘এইটি থ্রি’।

এইটটি থ্রি কপিল দেব দীপিকা পাডুকোন বায়োপিক রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর