Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্স অফিসে তানাজি’র বাজিমাত, পিছিয়ে ছাপাক


১১ জানুয়ারি ২০২০ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকা পাড়ুকোন অভিনীত আলোচিত বায়োপিক ‘ছাপাক’ মুক্তির প্রথম দিনে খুব একটা খারাপ করেনি। আয় করেছে ৪.৭৭ কোটি রুপি। তবে একইদিনে ‍মুক্তি পাওয়া অজয় দেবগন আর কাজল অভিনীত ‘তানাজি’ প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেছে। প্রথম দিনেই ছবিটি ঘরে তুলেছে ১৫.১০ কোটি রুপি।

শুক্রবার (১০ জানুয়ারি) এ ছবি দুটি মুক্তি পায় বলে হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়।

তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ভারত জুড়ে মুক্তি পেয়েছে সাড়ে ৩ হাজারের বেশি সিনেমা হলে। ছবিতে মূল তারকা হিসেবে রয়েছেন অজয় দেবগন, কাজল ও সাইফ আলী খান। অন্যদিকে ছাপাক মুক্তি পায় ১৫শ থেকে ২ হাজার স্ক্রিনে। দীপিকার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, আনন্দ তিওয়ারি,পায়েল নায়ের।

বিজ্ঞাপন

মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র তৈরি হয়েছে। আর এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে নির্মিত হয়েছে  ছাপাক সিনেমাটি।

অজয় দেবগন ছাপাক তানাজি দীপিকা পাড়ুকোন বক্স অফিস বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর