বিরোধ ভুলে একসঙ্গে প্রযোজক-প্রদর্শক সমিতি
১২ জানুয়ারি ২০২০ ১৪:২০
চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সাথে হল মালিকদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি’র সম্পর্ক ছিলো দা-কুমড়ো। পরিচালক সমিতি হল মালিকদের বিরুদ্ধে মিটিং-মিছিলও করেছে বহুবার। প্রদর্শক সমিতিও নানা অভিযোগ তুলেছে সময়ে সময়ে। তবে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সংগঠনটির সাথে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।
শনিবার বিএফডিসিতে প্রযোজক সমিতির অফিসে শুভেচ্ছা জানাতে আসে প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটি। এসময় দুপক্ষের নেতারা বিদ্যমান দ্বন্দ্ব থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন এবং একসঙ্গে এ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম এবং প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ ও সহ-সভাপতি মিয়া আলাউদ্দিনসহ আরও অনেকে।
সভাটি নিয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু কথা বলেন সারাবাংলার সাথে। তিনি বলেন, ‘এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক হলেও অনেক কিছু নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা প্রথমেই হল বন্ধ হয়ে যাওয়া এবং এর নানা সংকট থেকে উত্তরণের জন্য হল মালিকদের সরকারের কাছে উত্থাপন করা দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়েছি। হল সংস্কারের জন্য সরকারের কাছ থেকে অনুদান ও স্বল্প সুদে আর্থিক ঋণ পাওয়ার যে দাবি, তার পাশে আমরা প্রযোজকরা থাকবো বলেও জানিয়েছি।’
এরপর পরই আলোচনায় আসে সিনেমা হল থেকে প্রযোজকরা তাদের ন্যায্য পাওনা বুঝে না পাওয়ার বিষয়টি। খসরু বলেন, ‘কোন ছবি হল থেকে নেমে যাওয়ার পর দিনই যেনো একজন প্রযোজক তার ন্যায্য শেয়ার বুঝে পান তার উদ্যোগ প্রদর্শক সমিতি নেবে বলে আমাদেরকে বলেছে। এছাড়া সিনেমা হলগুলোতে বর্তমানে প্রজেক্টর মেশিন দুটি বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন। এ কারণে প্রযোজকদের বিরাট অংকের ভাড়া গুণতে হয়। হল মালিকরা নিজেরা যেনো প্রজেক্টর বসায় তার জোর দাবিও মিটিংয়ে করা হয়েছে।’
এছাড়া টিকিট বিক্রির দুর্নীতি ঠেকাতে ই-টিকেটিং চালু করা ও সরকারের তরফ থেকে টিকেটের ট্যাক্স মওকুফ করা হলেও অনেক হলের তা আদায় বন্ধের ব্যাপারেও আলোচনা হয় মিটিংয়ে।
খসরু বলেন, ‘এটি মাত্র শুরু। আশা করছি খুব শিগগিরই আরও কয়েকটি মিটিং হবে আমাদের। আরও অনেক বিষয় নিয়ে আলোচনার বাকি। তখন আমরা আনুষ্ঠানিকভাবে যেসকল বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে তা মিটিয়ে ফেলতে পারবো। এতে করে চলচ্চিত্র অঙ্গনে শৃঙ্খলা ফিরেয়ে আনতে পারবো এবং প্রযোজকরা লাভের মুখ দেখবেন।’
এদিকে গতকাল প্রযোজক সমিতিতে আরেকটি মিটিং হয়েছে বলে জানিয়েছেন খসরু। মোট ১৮টি সংগঠন মিলে ছবি নির্মাণের জন্য একটি নীতিমালা করেছিলো গত বছর। যেটি গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এ বিষয়ে সিনিয়র প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আলমগীর, কবরী, গাজী মাজহারুল আনোয়ার ও শাকিব খান সভায় উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই এই নীতিমালাকে সমর্থন জানান।
খসরু বলেন, ‘শাকিব খান বলেছেন তিনি ইতোমধ্যে নীতিমালা মেনে ছবি নির্মাণ ও অভিনয় করছেন। সামনেও এ নীতিমালা মেনে চলবেন।’
খোরশেদ আলম খসরু বাংলা চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি