Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ‘পুলিশ’ এবিএম সুমন


১২ জানুয়ারি ২০২০ ১৯:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’-এ পুলিশ অফিসার ‘আশফাক’ হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন এবিএম সুমন। পেয়েছিলেন সমালোচকদের প্রশংসাও। সুমন আবারও পুলিশ হিসেবে পর্দায় আসছেন। নবীন নির্মাতা সৌরভ কুণ্ডের পরিচালনায় ‘গিরিগিটি’ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তাকে পুলিশ অফিসার চরিত্রে পাওয়া যাবে। তার বিপরীতে থাকছেন টেলিভিশন উপস্থাপিকা পূর্ণিমা বৃষ্টি।

আগামী ২০ জানুয়ারি থেকে ‘গিরিগিটি’র শুটিং শুরু হবে। সোহেল রানার কাহিনিতে চিত্রনাট্য করেছেন শাহ্‌জাহান সৌরভ।

পূর্ণিমা বৃষ্টি

শাহ্‌জাহান সৌরভ অভিনয়শিল্পী সম্পর্কে কিছু বলতে না চাইলেও কথা বলেন ছবির কাহিনি সম্পর্কে। তিনি বলেন, ‘মানুষ জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন কারণে নানা রুপ ধারণ করে। গিরিগিটির মত রুপ বদলায় ক্ষণে ক্ষণে। এর থেকেই ছবির নামকরণ।’

বিজ্ঞাপন

‘গিরিগিটি’র শুটিং হবে ঢাকাসহ ময়মনসিংহ ও মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে। আপ স্টুডিওর প্রযোজনায় নির্মিতব্য ছবিটি এ বছরই মুক্তির পরিকল্পনা।

এবিএম সুমন গিরগিটি ঢাকা অ্যাটাক পূর্ণিমা বৃষ্টি সৌরভ কুণ্ড