Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঙ্গুবাইয়ের আলিয়া


১৫ জানুয়ারি ২০২০ ১২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিয়া ভাটের নতুন সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’তে গ্যাংস্টারের চরিত্রে আলিয়া ভাটের লুক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমায় আলিয়ার লুক কেমন হবে তা নিয়ে জল্পনা চলেছেন কয়েকদিন। অবশেষে জল্পনার অবসান হলো। প্রকাশ পেয়েছে গাঙ্গুবাই আলিয়ার ফার্স্ট লুক।

ইন্সটাগ্রামে আলিয়া নিজেই প্রকাশ করেছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায় কিশোরী আলিয়াকে। আরেকটি ছবিতে বোঝা যায় পরিণত আলিয়া তখন পতিতালয়ের সর্দারনী। দুটি ছবি প্রকাশ করে সঙ্গে আলিয়া লিখেছেন, ‘এই যে তিনি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি।’

জানা যায়, এই ছবিতে প্রায়ই আলিয়াকে ‘ম্যাডাম কামাথিপুরা’ বলে সম্বোধন করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- গাঙ্গুবাই চরিত্র নিয়ে চ্যালেঞ্জের মুখে আলিয়া

এর আগে সঞ্জয় লীলা বানসালির এই প্রকল্পের মূল চরিত্রে অভিনয়ের খবরও আলিয়া প্রকাশ করেছিলেন ইন্সটাগ্রামে। এর পরপরই সিনেমায় আলিয়ার চরিত্র যে কতটা চ্যালেঞ্জিং হবে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় তা।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ ছবিতে আলিয়া কোনো গানের সঙ্গে নাচবেন না, এমনকি থাকবে না কোনো চোখ ধাঁধানো কস্টিউম।আলিয়ার পরনের কাপড় হবে বাস্তব জগতের গ্যাংস্টারের সঙ্গে মানানসই, গ্ল্যামার বলে মোটেও কিছু থাকবে না তাতে। নির্মাতাদের এমন ঘোষণার পর এই সিনেমায় আলিয়ার লুক কেমন হবে তা নিয়ে জল্পনা শুরু হয়।

আলিয়া ভাট গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি সঞ্জয় লীলা বানসালি

বিজ্ঞাপন

আড়ংয়ে চাকরির সুযোগ
১০ জুলাই ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর