Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা-মেয়ের প্রথম গান


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বাংলা ও হিন্দি ভাষার গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত বলিউডের প্লে-ব্ল্যাক জগৎটা ছিল তার দখলেই। এক দিনে সর্বোচ্চ ২৮টি গান রেকর্ড করে নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। টানা পাঁচবার পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। পদ্মশ্রীতে ভুষিত হয়েছেন ২০০৯ সালে।

গান অন্তপ্রাণ এক শিল্পী কুমার শানু। গানে এখন কিছুটা অনিয়মিত। পালন করছেন বাবার দায়িত্ব। প্রথমবারের মতো তিনি গাইলেন তার মেয়েরে সঙ্গে। গানের শিরোনাম ‘ইটস ম্যাজিকাল’।

মেয়ে শ্যানন ও কুমার শানুকে নিয়ে তৈরি হয়েছে গানটির মিউজিক ভিডিও। সেখানে বাবা-মেয়ে একসঙ্গে গান গেয়েছেন। তবে বাবা হিন্দিতে এবং কন্যা ইংরেজিতে। গানের ইংরেজি অংশের কথাও লিখেছেন শ্যানন। হিন্দি অংশের কথা লিখেছেন গীতিকার সমীর।

বিজ্ঞাপন

ইংল্যান্ডে বড় হওয়া শ্যানন হিন্দি ভাল বলতে পারেন না। ষোলো বছরের গায়িকা জানিয়েছেন, বাবাই তার প্রথম মেন্টর। এ ছাড়া লন্ডনের রয়্যাল স্কুল অব মিউজিকে ইংলিশ ক্ল্যাসিকাল সংগীতও শিখেছেন তিনি। রেওয়াজের ব্যাপারে বাবা বেশ কড়া বলেও জানিয়েছেন শ্যানন।

শানুর কথায়, ‘এখনই ও হিন্দিতে গাইতে পারবে কি না জানি না। তবে বাবা হিসেবে সব সময় ওর পাশে আছি।’

সারাবাংলা/পিএ

কুমার শানু শ্যানন