Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান দিয়ে যাত্রা শুরু করলো ‘আকবর’


১৬ জানুয়ারি ২০২০ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকত নাসির তার ‘আকবর’ ছবির শুটিং শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে এফডিসির কড়ই তলায় একটি গানের শুট করছেন পরিচালক। টানা দুদিন গানটির শুটিংয়ের পরে ইউনিট আপাতত বিরতিতে যাবে। মূল শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।

‘হিরো বা ভিলেন যে যাই বলে, আমি তো একাই আমার দলে’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। গেয়েছেন আসিফ আকবর। সুর করেছেন শওকত আলী ইমন। কোরিওগ্রাফি করছেন হাবিব।

‘আকবর’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমন ও ববি। ইমন বলেন, ‘আকবর ছবিতে দর্শকরা আমাকে কয়েকটি আলাদা আলাদা লুকে দেখতে পাবেন। এর লুক ঠিক করার জন্য আমি কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম।’

বিজ্ঞাপন

ইমনের সাথে ববির এটি প্রথম  ছবি। এ নিয়ে বেশেআপ্লুত তিনি। বললেন, ‘ইমনের সাথে প্রথম কাজ, সেটা নিয়ে এক্সসাইটমেন্ট তো আছেই। তবে বেশি এক্সসাইটেড ছবিটির গল্প নিয়ে। সৈকত নাসির আমাকে যে গল্প শুনিয়েছেন তা এক কথায় দারুণ।’

‘আকবর’ ছবির কাহিনি লিখেছেন রওনক ইকরাম। চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ লিখেছেন আসাদ জামান। প্রযোজনা করেছে সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট।

আকবর ইমন ববি সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর