Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির-উর্মিলা আবার একসঙ্গে


১৬ জানুয়ারি ২০২০ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসময় বলিউড কাঁপানো জনপ্রিয় দুই তারকা আমির খান ও উর্মিলা মাতন্ডকর আবারও একইফ্রেমে বন্দী হলেন। ‘রঙ্গিলা’ (১৯৯৫) সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই দুই তারকাকে দীর্ঘ ২৫ বছর পর একসঙ্গে দেখা গেল। তবে সিনেমার সুটিংয়ে নয়, একটি পুনর্মিলনী অনুষ্ঠানে।

বুধবার (১৫ জানুয়ারি) ভারতের প্রখ্যাত উর্দু কবি কাইফি আজমির ১০১তম জন্মবার্ষিকী ছিল। বাবার জন্মবার্ষিকী উপলক্ষে মেয়ে শাবানা আজমি একটি বড় পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন আমির ও উর্মিলা।

এই দুই তারকা শুধু রঙ্গিলা সিনেমাতেই একসঙ্গে অভিনয় করেছিলেন এবং দারুন দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। দীর্ঘদিন পর প্রিয় তারকাদের একইফ্রেমে দেখায় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

বিজ্ঞাপন

একই গাড়িতে চেপে অনুষ্ঠানস্থলে আসতে দেখা যায় আমির খান ও উর্মিলা মাতন্ডকরকে। আমির এসেছিলেন ক্যাজুয়াল পোশাকে আর গলাবদ্ধ গাউনে পরিপাটি বেশে ছিলেন উর্মিলা।

আমির-উর্মিলা রঙ্গিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর