Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক গল্পে ‘পরের মেয়ে’


১৭ জানুয়ারি ২০২০ ১৩:৩১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আজকাল খুব কমই নাটক নির্মিত হয়। তবে এনটিভিতে সাম্প্রতিক সময়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে। সে ধারাবাহিকতায় চ্যানেলটিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরের মেয়ে’। আগামী ১৯ জানুয়ারি থেকে রবি থেকে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় ‘পরের মেয়ে’ পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, দিলারা জামান, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায় প্রমূখ।

‘পরের মেয়ে’ নাটকের গল্পে দেখা যাবে মেধাবী নাজিফা ছাত্রী অবস্থায় তার পরিবারের অসম্মতিতে বাউন্ডুলে মিতুলকে ভালোবেসে বিয়ে করে ফেলে। এর ফলে নাজিফার বাবা মেয়েকে ত্যাজ্য করেন। নাজিফার শ্বাশুড়ি, নাজিফার প্রতি মমত্ব অনুভব করেন। নাজিফাও তার শ্বাশুড়িকে ভালবেসে ফেলে। শ্বাশুড়ি অসুস্থ হলে নাজিফা ও মিতুল প্রায় দেড় বছর সেবা শুশ্রুষা করে শ্বাশুড়িকে বাঁচিয়ে তোলে। এর মাঝেই জন্ম নেয় আরিয়ানা। পারিবারিক এসব ঝঞ্জাটের কারণে নাজিফার নিজের পড়াশোনাটা আর হয়না। মেয়ের বয়স যখন মাত্র ছয় মাস, তখনই নাজিফার জীবনে সব থেকে বড় আঘাতটা আসে। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মিতুল খুন হয়ে যায়। অন্যদিকে মিতুলের বড় ভাই নিজের মায়ের কোন খোঁজ রাখেন না। নাজিফা নিজের সন্তানের আর শ্বাশুড়ির জীবন বাঁচাতে ঢাকা শহরে ছোট একটা চাকরি করতে শুরু করে। নাজিফার বাবা-মা মেয়ের পাশে দাঁড়াতে চান, কিন্তু অভিমানী নাজিফা তা প্রত্যাখ্যান করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর