Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাভ আজকালের ট্রেইলারে পুরনো আমেজ


১৭ জানুয়ারি ২০২০ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা আলী খান ও কার্তিক আরিয়ানের লাভ আজকাল সিনেমার ট্রেইলার মুক্তি পেলো শুক্রবার (১৭ জানুয়ারি)। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলীর এ সিনেমাটির ট্রেইলারে পাওয়া গেলো সেই পুরনো ইমতিয়াজ আলীর আমেজ।

এর আগে ২০০৯ সালে ইমতিয়াজ আলী নির্মাণ করেছিলেন লাভ আজ কাল। সেই ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকন। প্রায় ১০ বছর পর একই নামে এবারের লাভ আজকালের কেন্দ্রীয় চরিত্রে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান অভিনয় করছেন।

জানা যায়, ২০০৯ সালের লাভ আজ কালের গল্পের সঙ্গে এবারের লাভ আজকালের অনেকটাই মিল রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মাডোক ফিল্মসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ২০০৯ সালের সিনেমাটির একই গল্প নিয়ে এবারের সিনেমাও তবে কাস্টিং ভিন্ন। আগামী বিশ্ব ভালোবাসা দিবসে রিলিজ হবে মুভিটি।

বিজ্ঞাপন

লাভ আজকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর