Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কত্থকের রঙ [ ফটো স্টোরি]


১৯ জানুয়ারি ২০২০ ১৫:৩২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চাশের দশক থেকে এখন পর্যন্ত বলিউডের যে নাচগুলো কিছু সিনেমাকে হিট করেছিল, সেই নাচগুলো ঠুমরি ও কত্থক আঙ্গিকের। সেগুলোর পরিচালক ছিলেন  গুরু পণ্ডিত বিরজু মহারাজ ও তাঁর পূর্বপুরুষেরা। ঢাকায় মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিলেন এদেশে তাঁরই প্রথম শিষ্য শিবলি মহম্মদ। সঙ্গে আরেকজন সফল ও খ্যাতিমান নৃত্যশিল্পী শামীম আরা নীপা। ওই নাচগুলোর কিছু অংশকে একটু ভিন্ন আঙ্গিকে নৃত্যপ্রেমীদের সামনে উপস্থাপন করলেন তারা। ২০০০ সালে গড়ে তোলা তাদের নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’র শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পরিবেশিত হল কত্থক নৃত্যের এক মনোমুগ্ধকর সন্ধ্যা ‘কত্থকের রঙ’। গুরু-শিষ্য পরম্পরায় নাচ করলেন শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হল আইসিসিআর স্কলারস ইভিনিং ‘কালারস অব কত্থক’ বা ‘কত্থকের রঙ’। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এই আয়োজনের রঙিন মুহুর্তগুলো সারাবাংলা’র মাল্টিমিডিয়া জার্নালিস্ট আব্দুল্লাহ আল মামুন এরিন’র ক্যামেরায় …

 

কত্থক কত্থকের রঙ শামীম আরা নীপা শিবলি মহম্মদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর