মানিকগঞ্জ থেকে যাত্রা শুরু করবে ‘গিরগিটি’
১৯ জানুয়ারি ২০২০ ১৭:৩২
নবীন নির্মাতা সৌরভ কুন্ডুর প্রথম ছবি ‘গিরগিটি’র শুটিং শুরু হচ্ছে সোমবার। প্রথমদিনের শুটিং হবে মানিকগঞ্জে। সেখানে ৫ দিনের মত ছবির কাজ হবে। এরপর পর্যায়ক্রমে শুটিং হবে ঢাকা ও ময়মনসিংহে।
‘গিরগিটি’তে নায়ক হিসেবে দেখা যাবে এবিএম সুমনকে। ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’-এ পুলিশ অফিসার ‘আশফাক’ হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। পেয়েছিলেন সমালোচকদের প্রশংসাও। এ ছবিতে তাকে পুলিশ অফিসার তারেক হিসেবে দেখা যাবে।
সুমন সারাবাংলাকে বলেন, দ্বিতীয়বারের মত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। এতে কিছুটা তো চাপ অনুভব করছি। কারণ ‘ঢাকা অ্যাটাক’-এ দর্শক আমাকে পুলিশ অফিসার হিসেবে পছন্দ করেছিলো। সে জায়গা থেকে হয়তো সবাই আরও ভালো কিছু চাইবেন।
সোহেল রানার কাহিনিতে ছবির চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ। শাহ্জাহান সৌরভ ‘গিরগিটি’র নামকরণ সম্পর্কে বলেন, ‘মানুষ জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন কারণে নানা রুপ ধারণ করে। গিরিগিটির মত রুপ বদলায় ক্ষণে ক্ষণে। এর থেকেই ছবির নামকরণ।’
‘গিরগিটি’ প্রযোজনা করছে আপ স্টুডিও। এ বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা পরিচালকের।