Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুয়েন্টিথ সেঞ্চুরি থেকে বাদ যাচ্ছে ফক্স


১৯ জানুয়ারি ২০২০ ১৮:৩৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৯:০২

হলিউডের জনপ্রিয় মুভি স্টুডিও ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’ নামটি বদলে দিচ্ছে ডিজনি। বিশ্ববিখ্যাত এ সিনেমা নির্মাতা স্টূডিওর নাম থেকে ফক্স শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন মালিক ডিজনি।

গত বছরের মার্চে মিডিয়া মুঘল রুপার্ট মারডকের ফক্স করপোরেশনের অধীনে থাকা এই স্টুডিওটি ৭১ বিলিয়ন ডলার মূল্যে কিনে নেয় ডিজনি।

তবে নামের সঙ্গে থাকা ফক্স শব্দটি কেন বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল এ ব্যাপারে কিছু জানানো হয়নি ডিজনির পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে ফক্স করপোরেশনের অন্যান্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে ফক্স শব্দটির মিল থাকায় যাতে দ্বিধা তৈরি না হয় সে লক্ষ্যেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ডিজনি।

‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’ সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি নাম। এ স্টুডিওটির অধীনেই টাইটানিক, অ্যাভটারের মত সর্বকালের সবচেয়ে হিট কয়েকটি সিনেমা তৈরি হয়েছে।

ফক্স শব্দটি বাদ দেওয়ায় পরিচিত এ নামটি আর স্ক্রিনে দেখা যাবে না।

টপ নিউজ টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স ডিজনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর