Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো অমিতাভের ‘ঝণ্ডু’ লুক


২০ জানুয়ারি ২০২০ ১৫:২৫

অমিতাভ বচ্চন তার আপকামিং ছবি ‘ঝুণ্ড’র প্রথম পোস্টার শেয়ার করেছেন টুইটার আইডিতে। ছবিটি পরিচালনা করেছেন নাগরাজ মাঞ্জুলে, যিনি মারাঠি ছবি ‘সাইরাত’র জন্য পরিচিত।

পোস্টারটি শেয়ার করে অমিতাভ ছবির পুরো টিমকে ট্যাগ করেন। এতে দেখা যায় অমিতাভ হুডি পরিহিত অবস্থায় শহুরে এক দেয়ালের দিকে তাকিয়ে আছেন। এক পাশে একটি ভাঙ্গা মাইক্রোবাস। দেয়ালের ওপারে তারের জঞ্জাল, পুরাতন ও ভাঙ্গাচোরা বিল্ডিং। বিল্ডিংয়ের তারে ঝুলছে মানুষের জামা-কাপড়।

বিজ্ঞাপন

‘ঝুণ্ড’-ছবিতে অমিতাভ বচ্চন একজন বয়স্ক ফুটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বস্তির কিছু ছেলে-মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন তারা একদিন ফুটবলে রাজত্ব করবে। ছবিটি স্লাম সকার প্রতিষ্ঠাতা বিজয় বার্সির জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। অমিতাভ বচ্চন গত বছর এ ছবিতে অভিনয় করেন।

অমিতাভ বচ্চন ঝাণ্ডু নাগরাজ মাঞ্জুলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর