প্রথম বিদেশি ছবি হিসেবে এক্টরস গিল্ড জিতলো ‘প্যারাইসাইট’
২০ জানুয়ারি ২০২০ ১৫:৪৬
এবারের স্ক্রিন এক্টরস গিল্ড এওয়ার্ডস (এসএজি) জিতে নিয়েছে কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’। এই প্রথম ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষার মুভি এই পুরস্কার জিতলো। রোববার রাতে স্ক্রিন এক্টরস গিল্ডের ২৬তম বাৎসরিক আসরে এই পুরষ্কার তুলে দেওয়া হয় প্যারাসাইট সিনেমাটির সংশ্লিষ্টদের হাতে।
ফেব্রুয়ারিতে অস্কারের আগে গিল্ড এওয়ার্ডের দিকে নজর ছিলো সবার। প্রতিবারই এই আসরটি অস্কার পুরস্কারের সব ফেভারিটদের মিলনমেলা হয়ে থাকে। এবারও তাই হলো। তবে সেরা সিনেমার পুরস্কার জয় করায় আগামী ফেব্রুয়ারিতে অস্কারের আগে অনেকটাই এগিয়ে গেল প্যারাসাইট।
কোরিয়ান কমেডি ড্রামা প্যারাসাইট পরিচালনা করেন বং জন হো। এই ছবির সেরার পুরস্কার জয় অনেকটাই অনাকাঙ্ক্ষিত ছিলো। কারণ এর আগে স্ক্রিন এক্টরস গিল্ড এওয়ার্ডের সেরা সিনেমা বিভাগে কোনো অ-ইংরেজি ভাষার সিনেমা জিততে পারেনি।
এদিকে জোকারের অভিনেতা জোয়াকুইন ফিনিক্স পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। আর জুডি’তে অভিনয় করা রেনে জেলওয়েগার পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার।