Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং


২০ জানুয়ারি ২০২০ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বছর শেষ হয়েছিল পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের শুটিং। এটি মুক্তির আগেই রোববার  রাতে শেষ হয়েছে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলের শুটিং।

এ উপলক্ষে বিএফডিসির ৭নং ফ্লোরে টিম সদস্যদের নিয়ে ‘ক্যামেরা ক্লোজিং সেরেমোনি’র আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘কাট, শুটিং প্যাক আপ’ বলে ক্যামেরা ক্লোজ করেন পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম।

সানী সানোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, এহসান রহমান, দীপু ইমামসহ পুরো সিনেমাটি পুরো টিম।

বিজ্ঞাপন

প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা অ্যাটাক এবং ‘মিশন এক্সট্রিম’ সিনেমা নির্মাণে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে এসব সিনেমায় পুলিশের সত্যিকারের কিছু চ্যালেঞ্জ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরিফিন শুভ বলেন, ‘মিশন এক্সট্রিম’ নিয়ে আমাদের দীর্ঘদিনের এই পরিশ্রম এবং ত্যাগ তখনই সার্থক হবে যখন দর্শকরা এটি পছন্দ করবেন।

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, এত বড় স্কেলের একটি সিনেমার মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার জীবন শুরুর সুযোগ সৃষ্টির জন্য সানী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।

সাদিয়া নাবিলা বলেন, ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় কাউন্টার টেরোরিজম পুলিশ অফিসারের একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে পুলিশ পেশার প্রেমে পড়ে গেছি। আমি বিসিএস দিয়ে পুলিশ হওয়ার কথা ভাবছি!

ছবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগির মিশন এক্সট্রিম-এর দুই পর্বেরই ডাবিং শুরু হবে। প্রথম পর্ব মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।

কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ছবিটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে এর গল্প।

আরিফিন শুভ জান্নাতুল ফেরদৌস ঐশী মিশন এক্সট্রিম সানী সানোয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর