Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাজুয়াল সারা আলী


২০ জানুয়ারি ২০২০ ১৯:২০

সারা আলী খান বলিউড ইন্ডাস্ট্রির ‘স্টার কিড’দের মধ্যে বেশ জনপ্রিয়। কিছুদিন আগে তার নতুন ছবি ‘লাভ আজকাল টু’ এর ট্রেলার মুক্তি পায়। আজ প্রকাশ করলেন ছবিটির শুটিং চলাকালীন সময়কার একটি ছবি। যেখানে তাকে দেখা গেছে ক্যজুয়াল লুকে।

ডান কাঁধে ঝুলানো ব্যাগ, কালো টি-শার্ট ও প্যান্ট পরে দেয়ালে হেলান দেওয়া ছবির ক্যাপশনে সারা লিখেন, ‘ফল ইন লাভ উইথ লাইফ’।

ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল টু’-এ দুই প্রজন্মের ভালোবাসা দেখানো হবে। এক প্রজন্ম ১৯৯০ সালের এবং আরেকটি হচ্ছে ২০২০ সালের প্রজন্ম। সারাকে দেখা যাবে নতুন প্রজন্মের প্রেম কাহিনীতে, যেমনটা দীপিকাকে দেখা গিয়েছিলো ‘লাভ আজকাল’ এর প্রথম পর্বে।

ছবিতে সারা আলীর বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। রনদীপ হুদাকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আসছে ভালোবাসা দিবসে ‘লাভ আজকাল টু’ মুক্তি পাবে।

ইমতিয়াজ আলী দীপিকা পাডুকোন লাভ আজকাল ২ সারা আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর