Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ছবিতে ১২০ কোটি পারিশ্রমিক নিয়ে অক্ষয়ের রেকর্ড!


২১ জানুয়ারি ২০২০ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয় কুমার নিঃসন্দেহে এ মুহুর্তে বলিউডের সবচেয়ে ব্যস্ত এবং নির্ভরযোগ্য তারকা। ‘গুড নিউজ’র সাফল্য তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তার সবশেষ পাঁচটি ছবিই বক্স অফিসে ১৫০ কোটি রুপীর বেশি আয় করেছে। বলা যায় ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন অক্ষয়। বলিউড হাঙ্গামা বলছে অক্ষয় তার পরবর্তী ছবির জন্য ১২০ কোটি রুপী পারিশ্রমিক নিচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রায়। খবরটি সত্যি হলে ‘প্যাডম্যান’ হতে যাচ্ছেন বলিউডের ইতিহাসে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়ক।

অক্ষয়ের এই অবিশ্বাস্য পারিশ্রমিকের কারণ সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনীত ছবিগুলো যেমন সিনেমা হলে দর্শকদের বিশাল লাইন সৃষ্টি করেছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও ছিলো শীর্ষে।

বিজ্ঞাপন

নাম ঠিক না হওয়া ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন সারা আলী খান। দক্ষিণী তারকা ধানুশও ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। আশা করা হচ্ছে এ বছরের দ্বিতীয়ার্ধে ছবিটি শুটিং ফ্লোরে যাবে। অক্ষয়কে ‘অন বোর্ড’ করার ঘোষণা আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই আসবে বলে জানা গেছে।

ডিজিটাল জায়ান্ট ও স্যাটেলাইট চ্যানেলগুলো অবশ্য ‘খিলাড়ি’র নতুন ছবিতে অন-বোর্ড হওয়ার অপেক্ষায় বসে নেই। তারা অক্ষয়ের জন্য রেখেছেন নানারকম লোভনীয় অফার। বলিউড মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, অক্ষয়ের মার্কেট গ্রাফ ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। আর এ গ্রাফ সহসাই পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তবে এ ক্ষেত্রে একটি সমস্যা রয়ে যায়, ডিজিটাল ও স্যাটেলাইট রাইটসে যদি অক্ষয় বেশি ভাগ বসাতে যান তাহলে তার পারিশ্রমিকে এর প্রভাব পড়বে। প্রযোজকরা তা কমিয়ে দিতে চাইবেন।

অক্ষয় কুমার খিলাড়ি প্যাডম্যান সর্বাধিক পারিশ্রমিক