Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীরের কথা শুনে সফর বাতিল করলেন ম্যাডোনা


২১ জানুয়ারি ২০২০ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাডাম এক্স ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে লিসবন সফরের কথা ছিল জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী ম্যাডোনার। কিন্তু শারীরিক অসুস্থতার কথা বলে, এই সফর বাতিল করেছেন তিনি। লিসবনে তার শো শুরুর মাত্র ৪৫ মিনিট আগে আয়োজকরা টিকেটধারীদের জানিয়েছেন অনিবার্য কারণবশত এই শো বাতিল করা হয়েছে। খবর বিবিসি।

ম্যাডোনা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, লিসবন শো বাতিল করতেই হচ্ছে। কারণ, শরীর কোনোকিছু মানছে না, তার বিরতি দরকার। শরীরের কথা শুনতে হবে।

https://www.instagram.com/p/B7hETfAhc0F/

এ নিয়ে, অষ্টমবারের মতো এই ওয়ার্ল্ড ট্যুরে শো বাতিল করলেন ম্যাডোনা।

তবে, এখন পর্যন্ত তিনি কি ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। গত বছরের নভেম্বরে এক জমায়েতে ম্যাডোনা জানিয়েছিলেন, তিনি হাঁটু এবং লিগামেন্টের কিছু সমস্যায় ভুগছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত তার একটি ভিডিও থেকে দেখা যায়, তিনি হাঁটুতে সাপোর্ট ব্যবহার করে লিসবন শোয়ের রিহার্সেলে অংশ নিচ্ছেন।

https://www.instagram.com/p/B7WY05JBUOC/

এরপর, ২৭ জানুয়ারি লন্ডনে ম্যাডোনার আরেকটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ম্যাডাম এক্স ওয়ার্ল্ড ট্যুর ম্যাডোনা লিসবন শো