Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়করাজের জন্মদিনে শাইখ সিরাজের ‘রাজাধিরাজ রাজ্জাক’


২২ জানুয়ারি ২০২০ ১৮:৪৩

২৩ জানুয়ারি বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক’র জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে তাঁকে নিয়ে নির্মিত বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’। রাজ্জাককে নিয়ে বিশেষ এই অনুষ্ঠানটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

৯০ মিনিট ব্যাপ্তির এই বায়োপিকটি রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ নির্মাণে হাত দেন।

রাজ্জাকের অকপট দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান বায়োপিকটিতে সংযোজন করেছেন নির্মাতা। রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হবে ২৩ জানুয়ারি বিকেল ৩.৩০ মিনিটে।

অভিনেতা রাজ্জাক চ্যানেল আই রাজাধিরাজ রাজ্জাক শাইখ সিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর