হৃদয়ে ইশরাত নিশাত ও মঞ্চে দেশ নাটকের ‘জলবাসর’
২৪ জানুয়ারি ২০২০ ০৯:৩০
‘আমার মৃত্যু হলেও দেশ নাটকের স্বপ্ন থামবে না’। বলেছিলেন দ্রোহ কন্যা ‘ইশরাত নিশাত’। যিনি সম্প্রতি চলে গেছেন না ফেরার দেশে। পুরো নাট্যাঙ্গনের এই প্রিয় মুখটির এভাবে চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারছেনা কেউ। তারপরও শোক কাটিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই হাতে গড়া নিজের দল ‘দেশ নাটক’ মঞ্চে নিয়ে আসছে নতুন প্রযোজনা ‘জলবাসর’। নিশাতের শেষ কাজ ‘জলবাসর’।
২৪ ও ২৫ জানুয়ারি (শুক্র ও শনিবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘জলবাসর’। নাটকটির রচনা ও নির্দেশনায় মাসুম রেজা। প্রদর্শনী প্রসঙ্গে তিনি জানালেন, ‘নাটকটি মঞ্চে আনার জন্য গত ৯ মাস ধরে পরিশ্রম করে যাচ্ছেন দলের সদস্যরা। আগামীকাল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হওয়ার কথা ছিল। কিন্তু ইশরাত নিশাতের এমন বিদায়ের কারণে নির্ধারিত সময়ে নাটকটি মঞ্চস্থ না করার সিদ্ধান্ত নেয় দেশ নাটক। নাট্যাঙ্গনের গুণীজনদের পরামর্শে সর্বশেষ এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রিয় মানুষের অনুপস্থিতি মন আহত হলেও পূর্ব নির্ধারিত সময়ে মঞ্চে উঠবেন দেশ নাটকের শিল্পীরা।’
ইশরাত নিশাত প্রসঙ্গে তিনি বললেন, ‘নিশাত ছিল থিয়েটারের এক ধ্যানমগ্ন যোগী। তার মৃত্যুতে থিয়েটার থেমে যেতে পারে না। নিশাত এক সাক্ষাৎকারে বলেছিল, ‘আমার মৃত্যু হলেও দেশ নাটকের স্বপ্ন থামবে না।’ তাই ‘জলবাসর’ আগামী ২৪ ও ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে। নিশাতের শেষ কাজটা দেখতে আসুন।’
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাজনীন চুমকি, বন্যা মির্জা, সুষমা সরকার, ফিরোজ আলম, কামাল আহমেদ, তিথিসহ আরো অনেকে। কস্টিউম ডিজাইনে বন্যা মির্জা, আলোক পরিকল্পনায় টিটু, সেট ডিজাইন করেছেন মুকুল, প্রপস আরিফ হক এবং পোস্টার ডিজাইন করেছেন অভিনেতা আফজাল হোসেন।