Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার রাজনীতির মাঠে কমল হাসান


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রজনীকান্তের পর এবার রাজনীতিতে পা রাখলেন দক্ষিন ভারতীয় সুপারস্টার কমল হাসান। ‘পিপলস জাস্টিস সেন্টার’ নামে দল গড়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন তিনি। বিরাট জনসভা করে রাজনীতির মাঠের প্রথম খেলায় স্কোরও করলেন ভালো। এ সময় তার পাশে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরীওয়াল। রাজনীতিতে পা রেখে পাঁচ দশকের এই তামিল সুপারস্টার বললেন, ‘সিনেমার তারা নই, আমি ঘরের প্রদীপ। ঝোড়ো হাওয়া থেকে আমাকে বাঁচানোর দায়িত্ব তামিলনাড়ুর মানুষের।’

বিজ্ঞাপন

কমল হাসান যে অন্যদের তুলনায় আলাদা এটা প্রমাণ করতে তিনি বেছে নিয়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের বাড়িকে। এখান থেকেই তিনি তার রাজনৈতিক সফর শুরু করেছেন। এ প্রসঙ্গে কমল হাসান বলেন, ‘সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়েই ভাল কিছু করা যায়। সে জন্যই নতুন পথে এগোতে এক মহান মানুষের সাধারণ বাসস্থানকে বেছে নিয়েছি।’

এদিকে কমল হাসানের রাজনীতিতে প্রবেশের খবর চাউর হওয়ার পর রাজনৈতিক মহল থেকে ব্যাপক প্রতিক্রিয়া আসছে। বিজেপি নেত্রী তামিলশাই সুন্দরারাজনের মন্তব্য, ‘অন্য কারও সঙ্গে প্রতিযোগিতা করতেই দল গড়েছেন কমল।’ বোঝাই যাচ্ছে তার ইঙ্গিত আরেক সুপারস্টার রজনীকান্তের দিকে। কমলকে তীর ছুঁড়তে ছাড়েনি এডিএমকে, ডিএমকে। করুণানিধি-পুত্র এম কে স্ট্যালিনের মন্তব্য, ‘তারকারা আসলে কাগজের ফুল। কিছু সময় পরেই শেষ হয়ে যায়।’ একমত এডিএমকেও।

তবে সমালোচনার বেশ শক্ত জবাব দিয়েছেন কমল হাসান, বলছেন, ‘ফুল নই, আমি বীজ। মাটিতে পুতুন, গাছ হয়ে উঠব।’

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর