Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহিদ হাসান-ফারিয়া প্রথমবার


২৫ জানুয়ারি ২০২০ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের বাকি আরও মাস কয়েক। তবে ঈদকে ঘিরে এরইমধ্যে নাটক-টেলিফিল্ম নির্মাণ শুরু হয়ে গেছে। সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করলেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও ফারিয়া শাহরিন। নাটকের নাম ‘ছাপ্পর ফাইরা দিছে’।

হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। সম্প্রতি রাজধানীর তিনশ ফিট ও গুলশানের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং।

নির্মাতা শুভ্র খান বলেন, ‘ছাপ্পর ফাইরা দিছে’ একজন দেনায় জর্জরিত ছেলের গল্প। হঠাৎ একদিন সে অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর সেই ছেলের মধ্যে পরিবর্তন চলে আসে। তার পার্সোনাল সেক্রেটারি থাকে ফারিয়া। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।

বিজ্ঞাপন

ফারিয়া শাহরিন জানান, আমি ছোটবেলা থেকে জাহিদ ভাইয়ের ভীষণ ভক্ত। তার সাথে স্ক্রীণ শেয়ার করতে পারাটা খুবই আনন্দের। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আর একটা সুন্দর ও গোছানো টিমের সাথে কাজ করেছি। কাজটাও ভালো হয়েছে বেশ।

আসছে রোজার ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

ছাপ্পর ফাইরা দিছে জাহিদ হাসান ফারিয়া শাহরিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর