Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের ‘পদ্মশ্রী ২০২০’


২৬ জানুয়ারি ২০২০ ১৩:১৮

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মশ্রী’। ২০২০ সালে এই পদকে ভূষিত হলেন- বলিউডের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহর, একতা কাপুর; চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউত, সারিতা জোশি; সঙ্গীত শিল্পী আদনান সামি, সুরেশ ওয়াদকার। শনিবার (২৫ জানুয়ারি) এই বলিউড তারকাদের ‘পদ্মশ্রী’ খেতাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কয়েকজন সরকারি মুখপাত্র। খবর হিন্দুস্থান টাইমস।

‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হওয়ার প্রতিক্রিয়ায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছেন, তিনি আবেগ আপ্লুত ও সম্মানিতবোধ করছেন। এই অর্জনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ‘পদ্মশ্রী’ খেতাব তিনি ভারতের সব স্বপ্নবান নারীদের উৎসর্গ করেছেন।

বিজ্ঞাপন

এছাড়াও, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক করন জোহর এক টুইটার বার্তায় জানিয়েছেন, এ সম্মান সত্যিই আনন্দের। তিনি এতই আনন্দ আপ্লুত যে  প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন।

টুইটারে একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন আরেক ‘পদ্মশ্রী’ প্রযোজক একতা কাপুর।

প্রসঙ্গত, ২০২০ সালে মোট ১১৮ বিশিষ্ট ভারতীয় এবং ভারতের বাইরের নাগরিককে শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য, খেলাধুলা, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল ক্যাটেগরিতে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করেছে ভারত সরকার।

আদনান সামি একতা কাপুর কঙ্গনা রানাউত করণ জোহর পদ্মশ্রী বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর