Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলা’র এস এম সুলতান স্বর্ণপদক পাচ্ছেন ড. ফরিদা জামান


২৭ জানুয়ারি ২০২০ ১৪:৪০

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছর ১ জন বিশিষ্ট চারুশিল্পীকে সুলতান স্বর্ণপদক দেওয়া হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২০ সালে এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) সুলতানের কর্ম ও জীবনের উপর আলোচনা ও সুলতান স্বর্ণপদক দেওয়া হবে।

এবার বাংলাদেশ সুলতান স্বর্ণ পদক ২০২০ পাচ্ছেন অধ্যাপক ড. ফরিদা জামান। পদকপ্রাপ্ত শিল্পীকে সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নড়াইল সুলতান মঞ্চে পদক তুলে দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এছাড়াও এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের দুই সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মাশরাফী বিন মোর্ত্তজা।

বিজ্ঞাপন

বিগত বছরগুলোতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ‘সুলতান স্বর্ণপদক’ যারা পেয়েছে তারা হচ্ছেন- শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মর্তুজা বশীর, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, মাহমুদুল হক, আব্দুস শাকুর শাহ্, আবুল বারাক আলভী, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কালিদাস কর্মকার, আব্দুল মান্নান, হাশেম খান, ফেরদৌসী প্রিয়ভাষিণী ও মুস্তফা মনোয়ার।

অধ্যাপক ড. ফরিদা জামান বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুলতান স্বর্ণ পদক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর