ইশরাত নিশাত স্মরণে গ্রুপ থিয়েটারের ‘শোকাঞ্জলি’
২৭ জানুয়ারি ২০২০ ১৫:৩৯
ইশরাত নিশাত। ঢাকার মঞ্চের জনপ্রিয় মুখ অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনায় মঞ্চ এবং আলোক নির্দেশক হিসেবে কাজ করে সংস্কৃতি অঙ্গনে নিজেকে করে তুলেছিলেন অনন্য। দেশের যেকোনো প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন সবসময় সোচ্চার। তবে আর কখনো মঞ্চ দাপিয়ে বেড়াতে দেখা যাবে না ইশরাত নিশাতকে। শিল্পকলা একাডেমির চত্বরে আর দেখা মিলবে না সদাহাস্য নিশাতের। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যে তিনি!
রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া কাটান ইশরাত নিশাত। রাতদিন ধরে তিনি কতটা মাতিয়ে রেখেছিলেন মঞ্চ আর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ, প্রতিটি মুহুর্তেই যেন তা প্রমাণ করছেন তিনি। তাই শিল্পকলা একাডেমি চত্বরেই ভালোবাসা জানাতে নিশাতের দীর্ঘদিনের অগ্রজ-অনুজ সঙ্গীরা আয়োজন করেছেন ‘শোকাঞ্জলি’।
‘সবার আপন সবার স্বজন নাট্যকন্যা ইশরাত নিশাত’ শিরোনামে আজ (২৭ জানুয়ারি) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’র আয়োজনে বিকেল ৫টা ৩০মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল গেইটে শোক সমাবেশ ও আলোক যাত্রা। এরপর একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে শোকসভা।