দুই ঈদের আগে ছবি নিয়ে রাজের ‘না’
২৮ জানুয়ারি ২০২০ ১৪:১৩
মাস তিনেক আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সারাবাংলাকে বলেছিলেন, গেল ডিসেম্বর মাসে তিনি তার ষষ্ঠ চলচ্চিত্রের বিস্তারিত জানাবেন। তখন বলেছিলেন, এবারের ছবিটি হবে ‘পিওর রোমান্টিক’। যার ট্যাগ লাইন হবে, ‘অ্যা রিপিটেড লাভ স্টোরি’। কিন্তু মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এক ফোনালাপে জানালেন, দুই ঈদ শেষ হওয়ার আগে নতুন ছবি নিয়ে কোনো ভাবনা নেই।
রাজ বলেন, ‘আমাকে মূলত নাটক বানিয়ে চলতে হয়। আমাদের দেশে এখনো পুরোপুরি চলচ্চিত্রের উপর নির্ভর হয়ে চলার মত দিন আসেনি। তাই এ দুই ঈদের জন্য বেশকিছু নাটক বানাবো।’
কিন্তু চলচ্চিত্র তো চলচ্চিত্রই। ‘এখন আমাদের এখানে যদি বলা হয় আমার যে গল্প তাতে বাজেট লাগবে ২ কোটি আর আমাকে ধরিয়ে দেওয়া ৮০ লাখ টাকা। যার কারণে স্যাক্রিফাইস করতে করতে দেখা যায় যে গল্প বলতে চাই, দর্শককে তা দেখা পারিনা। তবে আমি বলবো একজন প্রযোজক চাইলে এখন নানাভাবে তার টাকা তুলে আনতে পারেন। এখন শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই সিনেমার টাকা উঠে আসে হলের বাইরে থেকে—বিভিন্ন অ্যাপ, বিজ্ঞাপন, টিভি রাইট, ডিজিটাল রাইট, মিউজিক রাইট থেকে। আমাদের সেদিকে নজর দিতে হবে।’
অন্যদিকে নিজে বানানোর পাশাপাশি ইদানিংকালে প্রযোজনায়ও নেমেছেন রাজ। এ প্রসঙ্গে বলেন, ‘এখন দেখা যাচ্ছে আমার সহকারীদের সাথে আমি যৌথভাবে পরিচালনা করছি বা তারা নিজেরাও আমার সিনেমাওয়ালা প্রোডাকশন থেকে পরিচালনা করছে। তাদের অনেকেই অনেক বছর ধরেই আমার সাথে যুক্ত। আমি চাই তারাও পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হোক।’
রাজের পরিচালনায় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে ধারাবাহিকটির ৮৮ পর্ব প্রচারিত হয়েছে। রাজ জানালেন, ধারাবাহিকটি ২০৮ পর্ব পর্যন্ত করার ইচ্ছে আছে। তবে সবটায় নির্ভর করবে দর্শকের চাহিদা কতদিন থাকে তার ওপর।