Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভেরিফাইড’ বিড়ম্বনায় মাহি


৩০ জানুয়ারি ২০২০ ১৫:০৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৫:০৮

খুবই বিরক্ত নায়িকা মাহিয়া মাহি। হবেন নাই বা কেন। এতদিন ছিল ফেসবুক আইডি ও পেইজ দুদিন পরপর হ্যাক হওয়ার বিড়াম্বনা। নতুন করে শুরু হয়েছে ‘ভেরিফাইড’ বিড়াম্বনা।

পরিষ্কার করে বললে, মাহিয়া মাহির নামে একটি পেইজ ফেসবুক ভেরিফাইড ব্লু বাটন পেয়েছে গতকাল। অথচ মাহি জানাচ্ছেন পেইজটির সাথে নাকি জনপ্রিয় এই নায়িকার কোন সম্পৃক্ততিই নেই।

মাহি বলেন, ‘আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সকালে উঠে ভেরিফাইড পেইজটির কথা জানতে পারি। এটি আমার তত্ত্বাবধানে চালানো হয় না। এ ধরনের ভুয়া পেইজ ভেরিফাইড হলেতো মানুষ বিভ্রান্ত হবে।’ যোগ করেন মাহি।

ঢালিউডের এক সময়ের এই নাম্বার ওয়ান জানান বিষয়টি নিয়ে তিনি পুলিশের সাইবার ক্রাইমে কথা বলবেন।

মাহির নামে ভেরিফাইড হওয়া পেইজটি ঘুরে দেখা যায়, প্রথম কয়েকটি পোস্ট মাহিকে নিয়ে দেওয়া হলেও নিচের দিকের অধিকাংশ পোস্ট বিদেশি নায়িকাদের নিয়ে দেওয়া।
কয়েক বছর আগে মাহির প্রায় ১০ লাখ লাইকের ভেরিফাইড একটি পেইজ হ্যাক হয়ে গিয়েছিল। বহুবছর পর সেটি উদ্ধার করা গেলেও আবার হ্যাক হওয়ায় বর্তমানে বন্ধ আছে।

এদিকে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ দিয়ে মাহি আবার শুটিংয়ে ফিরবেন আগামী সপ্তাহ থেকে।

টপ নিউজ ফেসবুক বিড়ম্বনা ভেরিফাইড মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর