Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে শাহরুখ


৩১ জানুয়ারি ২০২০ ১৩:৪৩

শাহরুখ খান ‘জিরো’ সুপার ফ্লপ হবার পর থেকে একজন ‘গসিপ বয়’ হয়ে উঠেছেন বললে ভুল হবে না। তবে নায়িকাদের সাথে গসিপ নয়। তার নতুন ছবি কোন পরিচালকের সাথে হচ্ছে সে তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। রাজকুমার হিরানী, রাজ নিদিমোরু, কৃষ্ণ ডিকে, সিদ্ধার্ধ আনন্দ ও অ্যাটলির পর সে তালিকায় যুক্ত হয়েছেন নবীন নির্মাতা হার্দিক মেহতার নাম।

তবে এবার আর গসিপ নয়। মুম্বাই মিরর বলছে, মেহতার প্রথম পরিচালনা ‘কামিয়াব’ এ দেখা যাবে শাহরুখকে। সিনেমা ইন্ডাস্ট্রির চরিত্রাভিনেতাদের নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। তবে মূল চরিত্রে তিনি নন, থাকছেন সঞ্জয় মিশ্র।

বিজ্ঞাপন

শাহরুখ খান এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত আছেন। এটি মুক্তি পাবে আগামী ৬ মার্চ।  এর মধ্য দিয়ে বলিউড বাদশার ফ্যানদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

‘কামিয়াব’ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নিউ ইয়র্ক সিটি সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব ও সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

কামিয়াব জিরো শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর