Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের শান বাংলাদেশের সনিয়া


২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান বাংলাদেশের বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। তবে প্রথমবারের মত অডিওতে গান করলেন তিনি। তার সাথে কণ্ঠ দিয়েছেন দেশের শিল্পী সনিয়া নুসরাত।

শান এবং সনিয়ার ডুয়েট গানটির  শিরোনাম ‘কেন মন হারালো’। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু।

‘কেন মন হারালো’র মিউজিক ভিডিও পরিচালনা করেছেন স্বরাজ দেব। এতে মডেল হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত।

গানটি সম্পর্কে সোনিয়া নুসরাত বলেন, ‘আমার খুব পছন্দের একজন শিল্পী শান। তিনি তার গায়কীর স্বভাবসুলভ মেলেডির পুরোটাই দিয়েছেন এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এই প্যাটার্নের গান শান আগেও গেয়েছেন। তাই আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

‘কেন মন হারালো’ গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে গানটি বিভিন্ন মাধ্যমে শুনতে ও দেখতে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

নওগাঁয় চাষ হচ্ছে গলদা চিংড়ি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪

আরো