Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্ডিয়ানা জোনস বানাবেন সালমান


২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন ঈদের ছবি ‘রাধে’ নিয়ে। তিনি ইতিমধ্যে তার আগামী বছরের ঈদের ছবির নামও ঘোষণা করেছেন—‘কাভি ঈদ কাভি দিওয়ালী’। নতুন খবর হচ্ছে, সালমান খানের প্রোডাকশন হাউজ থেকে আরেকটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করছে। হ্যারিসন ফোর্ডের ‘ইন্ডিয়ানা জোনস’ নিয়ে ছবি বানাবেন সাল্লু ভাই।

বলিউড হাঙ্গামা বলছে, সালমান খানের টিম জনপ্রিয় অ্যাকশন হিরো চরিত্রটিকে শুধু রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। তারা পুরোপুরি অ্যাডপশন নয় বরং মূল গল্পের অনুপ্রেরণা নেবেন।

ইন্ডিয়ানা জোনসে হ্যারিসন ফোর্ডকে একজন প্রত্নতত্ত্বের অধ্যাপক হিসেবে দেখা যায়। তবে শোনা যাচ্ছে, ছবিতে সালমান খানের চরিত্র আর পেশা বদলে যাবে।

বিজ্ঞাপন

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সালমানের ট্রেডমার্ক ‘চুলবুল পাণ্ডে’, ‘দাবাং’ কিংবা ‘টাইগার জিন্দা হ্যায়’র চরিত্রগুলোর সাথে সালমানের নতুন এই চরিত্র যাতে গুলিয়ে না যায় সচেতনভাবে সেটিও খেয়াল রাখা হবে। তবে ছবিতে মূল গল্পের অনেককিছুই অপরিবর্তিত থাকবে।

সালমান খানের শিডিউল পাওয়ার উপর নির্ভর করে ছবিটির শুটিং শুরু হবে চলতি বছরের শেষ ভাগে।

ইন্ডিয়ানা জোনস রাধে সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর