Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন হোয়াকিন ফিনিক্স


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৯

২০২০ সালের ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জোকারখ্যাত অভিনেতা হোয়াকিন ফিনিক্স। প্রিন্স উইলিয়ামসের উপস্থিতিতে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে রোববার (২ ফেব্রুয়ারি) এই আলো ঝলমলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস।

টানা দ্বিতীয়বার সেরা অভিনেতার পুরস্কার জিতে হোয়াকিন ফিনিক্স তার প্রতিক্রিয়ায় বলেছেন, বাফটা অ্যাওয়ার্ডসের ক্যাটাগরি খুবই ক্লান্তিকর। এখানে আরও বৈচিত্র দরকার।

বিজ্ঞাপন

এদিকে, ১৯১৭ জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার আর সেরা পরিচালক হয়েছেন স্যাম মেন্ডেস। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রেনি জেলোয়েগার।

একনজরে বাফটা ২০২০ অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা

সেরা চলচ্চিত্র – ১৯১৭

সেরা পরিচালক – স্যাম মেন্ডেস

সেরা অভিনেতা – হোয়াকিন ফিনিক্স

সেরা অভিনেত্রী – রেনি জেলোয়েগার

সেরা পার্শ্ব অভিনেত্রী – লরা ডের্ন

সেরা পার্শ্ব অভিনেতা – ব্র্যাড পিট

অনবদ্য ব্রিটিশ চলচ্চিত্র – ১৯১৭

অন্য ভাষার সেরা চলচ্চিত্র – প্যারাসাইট

সেরা তথ্য চিত্র – ফর শামা

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র – ক্লাউস

সেরা মৌলিক চিত্রনাট্য – প্যারাসাইট

সেরা ভাবাশ্রিত চিত্রনাট্য – জোজো র‍্যাবিট

সেরা মৌলিক আবহ সঙ্গীত – জোকার

সেরা কাস্টিং ডিরেক্টর – জোকার/শায়না মার্কুইজ

সেরা চিত্রগ্রহণ – ১৯১৭/ রজার ডিকিন্স

সেরা সম্পাদনা – লে ম্যানস’ ৬৬

সেরা প্রোডাকশন ডিজাইন – ১৯১৭

সেরা পোষাক পরিকল্পনা – লিটিল উইমেন

সেরা রূপসজ্জা – বোম্বশেল

সেরা শব্দ সংযোজন – ১৯১৭

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট – ১৯১৭

বিজ্ঞাপন

সেরা ব্রিটিশ স্বল্প দৈর্ঘ্য অ্যানিমেশন – গ্রান্দাদ ওয়াজ অ্যা রোমান্টিক

সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র – লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন

বাফটা ২০২০ হোয়াকিন ফিনিক্স

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর