Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আসল মাহি ভেরিফাইড


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে মানুষকে নানারকম বিড়াম্বনায় পড়তে হয়। তারকা হলে তো কোন কথায়ই নেই। পদে পদে ঝামেলা।

চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছুদিন আগে ফেসবুক পেইজ ভেরিফাইডের বিড়াম্বনায় পড়েছিলেন। কিন্তু পেইজটি ছিলো ভুয়া। তবে এবার তার নিজের আসল ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে।

সোমবার দুপুরে সারাংবালাকে খবরটি মাহি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেইক পেইজটি আমার ভক্তরা সবাই মিলে রিপোর্ট করে বন্ধ করেছে। অন্যদিকে ফেসবুকের কাছে আবেদন করার পর তারা  আমার আসল পেইজটি ভেরিফাইড করে দিয়েছে।’

তিনি মজা করে বলেন, ‘মানুষের একটা পেইজই ভেরিফাইড হয়না, আমার হয়েছে তিনটি।’ মুলত মাহির ক্যারিয়ারের শুরুতে একটি পেইজ ছিলো। যেটি নিয়ন্ত্রিত হতো জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। সে পেইজটি বছর খানেক আগে হ্যাক হয়ে যায়। এরপর মাহির নামে ভুয়া একটি পেইজ গত সপ্তাহে ভেরিফাইড হয়।

মাহি কিছুদিন আগে শেষ করলেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। সামনে শুটিং করবেন ‘স্বপ্নবাজী’ ও ‘ব্লাড’র। রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’র শুটিং শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে।

ফেসবুক পেইজ ব্লাড ভেরিফাইড মাহিয়া মাহি স্বপ্নবাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর